• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Nov 29, 2021
15:53:19

সপ্তমবারের মতো ব্যালন ডি অর মেসির ঘরে

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ফেরঅন্যন্য উচ্চতায় নিয়ে গেলেন নিজেকে।সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতলেনতিনি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করে এ পুরষ্কার হাতে তুলে নেন মেসি। খবর দ্যা গোল ডট কমের।

ভোটাভুটিতে বায়ার্ন মিউনিখের গোলমেশিন জামার্নি তারকা রবের্ত লেওয়ানডস্কি হারিয়ে নিজের সর্বোচ্চসংখ্যক ব্যালন ডি’অর জয়ের রেকর্ডকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেলেন ৩৪ বছর বয়সি এই আর্জেন্টাইন তারকা।

২০২১ সালের গ্রহের সেরা খেলোয়াড় হিসাবে স্বীকৃতি পেয়ে, মেসি এখন চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁচবারের বিজয়ী রিশ্চিয়ানো রোনালদোর থেকে দুই ধাপের ব্যবধানে এগিয়ে রইলেন।