নিজস্ব প্রতিবেদক:
বাহারছড়া যুব ও ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত বাহারছড়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর প্রথম রাউন্ডের উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল বাহারছড়া গোলচত্বর মাঠে টুর্নামেন্টে লাইট হাউজ ফুটবল একাদশের বিরুদ্ধে খেলে ২-০ গোলে বিজয়লাভ করে দক্ষিণ বাহারছড়া জুনিয়র ফুটবল একাদশ।
৫০ মিনিটের খেলার প্রথমার্ধে ১৫মিনিটের মাথায় গোল দেয় দক্ষিণ বাহারছড়া জুনিয়র ফুটবল একাদশের খেলোয়াড় মাশরি। হাল্ফ টাইমের ১০ মিনিট পর আরফাতের আরো ১টি গোলে এগিয়ে ছিলেন দক্ষিণ বাহারছড়া জুনিয়র ফুটবল একাদশ।
প্রথম রাউন্ডের খেলায় ২-০ গোলে লাইট হাউস ফুটবল একাদশকে হারিয়ে পরবর্তী রাউন্ডের অবস্থান নিশ্চিত করে দক্ষিণ বাহারছড়া জুনিয়র ফুটবল একাদশ।
খেলায় ম্যান অবি দ্যা ম্যাচ পান দক্ষিণ বাহারছড়া জুনিয়র ফুটবল একাদশের খেলোয়াড় মোহাম্মদ আরফাত।