নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন যে, রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশনের পুনর্গঠন, এবং হালনাগাদ ভোটার তালিকা সম্পন্ন হওয়ার পর দেশের সাধারণ নির্বাচন হতে পারে। এটি হতে কমপক্ষে ১৮ মাস সময় লাগবে বলে তিনি ধারণা দিয়েছেন।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক আরো সুদৃঢ় করতে প্রতিশ্রুতি দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে জানানো হয়, দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক সহযোগিতা, রাষ্ট্র সংস্কার, এবং কমিশনের পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।