বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। খসড়া তালিকাটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট ([www.hsd.gov.bd](http://www.hsd.gov.bd)) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ([www.dghs.gov.bd](http://www.dghs.gov.bd))-এ প্রকাশিত হয়েছে। সংশোধনের জন্য তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৪ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
শহীদ পরিবারের সদস্যদের অনুরোধ করা হয়েছে, তারা যেন জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট হাসপাতালে গিয়ে তথ্য যাচাই ও সংশোধন করেন। তথ্য সংশোধনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করার পর প্রিন্ট করা কাগজে তথ্য পূরণ করতে হবে। পরে সংশ্লিষ্ট হাসপাতালে জমা দিলে তা অনলাইনে হালনাগাদ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি কারো নাম তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে, তাহলে উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।