• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Sep 15, 2024
13:14:29

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিনের রিমান্ডে

রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল নিহতের ঘটনায় করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক, মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে আটক করে। পরে তাকে আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গার্মেন্টসকর্মী রুবেল আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়। 

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে এবং আদালতের নির্দেশ অনুসারে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।