• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Sep 14, 2024
11:27:19

পুলিশের নির্দেশনা: বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় প্রমাণ ছাড়া গ্রেপ্তার নয়

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া বিভিন্ন মামলা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদেশের থানার অফিসার ইনচার্জদের (ওসি) উদ্দেশ্যে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে কোনো আসামির সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করা হবে। পাশাপাশি, সঠিক প্রমাণ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না।

পুলিশ সদর দপ্তর থেকে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান। চিঠিতে বলা হয়, তদন্তে প্রমাণিত না হলে সরকারি কর্মকর্তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করা হবে।

এছাড়াও, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে সঠিক তথ্য-প্রমাণের ভিত্তি ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার না করার বিষয়টি নিশ্চিত করার জন্য থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদত বরণকারী পরিবারের দায়ের করা মামলায় তদন্তের পূর্বে কারো সম্পৃক্ততার প্রমাণ না থাকলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না।