ঢাকায় সংক্ষিপ্ত সফরে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে আন্তরিক স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেয়া হয় এবং এরপর তাদের মধ্যে সংক্ষিপ্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ চাইছে আসিয়ান কাঠামোর আওতায় ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার পদে আসীন হতে এবং এর মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে আরও কার্যকর সহযোগিতা পেতে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে দেখা করতে বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে এবং সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।
অধ্যাপক ড. ইউনূস জানান, তাঁর পুরনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে ঢাকায় স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। তিনি বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং জনগণের ত্যাগের বিষয়েও মন্তব্য করেন।