• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Sep 4, 2024
10:07:04

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ: শহীদ ও আহতদের স্মরণে ঢাকা প্রাঙ্গণে কর্মসূচি

ঢাকা, ৪ সেপ্টেম্বর (টিডিসি রিপোর্ট): আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শহীদ ও আহতদের স্মরণে ঢাকায় শহীদি মার্চ আয়োজন করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে সকলকে এই মার্চে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, এই শহীদি মার্চ সারা বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ভাইদের স্মরণে এবং তাদের স্মৃতি ধরে রাখার জন্য অনুষ্ঠিত হবে। শহীদ ও আহতদের অভিভাবকদেরও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে সমন্বয়করা।

মার্চটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এতে অংশগ্রহণকারীদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, "আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান, তা ব্যানারে লিখে নিয়ে আসবেন। এছাড়া, সংবিধান এবং দেশের উন্নয়ন বিষয়ে কীভাবে অগ্রসর হওয়া যেতে পারে, তা ব্যানারে লিখে আনার পরামর্শ দেওয়া হচ্ছে।"

শহীদি মার্চের মাধ্যমে ছাত্র আন্দোলন শুধু শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে না, বরং দেশের উন্নয়ন ও সমাজে বৈষম্যবিরোধী চিন্তাধারার প্রচারেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।