• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Sep 4, 2024
07:43:03

সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: প্রশাসনিক কাজের দ্রুত পুনর্বহাল এবং নতুন দিকনির্দেশনা

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে সচিবদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই বৈঠকটি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর সচিবদের সঙ্গে প্রথম বৈঠক।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস উইং থেকে জানা গেছে, বৈঠকটি মূলত প্রশাসনিক কাজগুলো দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ওপর কেন্দ্রিত হবে। সচিবরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছ থেকে এ বিষয়ে পরামর্শ শুনবেন। এই বৈঠকের জন্য কোনো নির্ধারিত এজেন্ডা না থাকলেও, সচিবদের কাছ থেকে সঠিক তথ্য এবং সুপারিশ সংগ্রহ করা হবে বলে জানা গেছে।

ড. ইউনূস সভায় উপস্থিত সচিবদের কাছে দেশের প্রশাসনিক কার্যক্রমের বর্তমান পরিস্থিতি এবং দ্রুত সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলোর ওপর তাদের মতামত জানতে চান। এটি মূলত সরকারপ্রধানের পক্ষ থেকে বিভিন্ন সমস্যার সমাধানে সঠিক দিকনির্দেশনা প্রদান এবং সচিবদের মাধ্যমে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের একটি উদ্যোগ।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাঁর সরকারের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে সচিবদের সরাসরি নির্দেশনা দেবেন। এর মাধ্যমে সরকারের নীতিগত পরিবর্তন এবং নতুন পদক্ষেপ সম্পর্কে সচিবরা অবগত হবেন, যা তাদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে প্রভাব ফেলবে।

এ বৈঠক সরকারের কার্যক্রমের স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি সরকারের বিভিন্ন স্তরের মধ্যে সুসংগঠিত যোগাযোগ ও সহযোগিতার উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।