• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Oct 1, 2024
11:27:19

গুলিবিদ্ধ অটোরিকশা চালক সুফিয়ানের মৃত্যু, কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা অনুষ্ঠিত

শেখ হাসিনার পতনের দাবিতে চলমান আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত অটোরিকশা চালক আবু সুফিয়ান শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। সোমবার দিবাগত রাতে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার পরিবারের সদস্যরা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

গত ৫ আগস্ট জামালপুরে শেখ হাসিনা পতনের দাবিতে আয়োজিত এক মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আবু সুফিয়ান। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় এবং সিএমএইচে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সুফিয়ানের মৃত্যুতে আন্দোলনকারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা সুফিয়ানকে শহীদ হিসেবে অভিহিত করে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।