• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Oct 1, 2024
10:31:08

আড়াই দিনের টেস্ট হেরে সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে একেবারে ব্যর্থতার চূড়ান্ত দেখালো বাংলাদেশ। কানপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে বৃষ্টির কারণে দুই দিন খেলা না হলেও আড়াই দিনের কম সময়ে ৭ উইকেটে জয় তুলে নেয় ভারত। এর ফলে বাংলাদেশ ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশের দ্বিতীয় ইনিংস মাত্র ১৪৬ রানে থামিয়ে ৯৫ রানের লক্ষ্য পায় ভারত। ওপেনার যশস্বী জয়সওয়ালের ৫১ রানের ঝোড়ো ইনিংস এবং বিরাট কোহলির অপরাজিত ২৯ রানের সুবাদে ৭ উইকেট হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ দুটি এবং তাইজুল ইসলাম একটি উইকেট শিকার করেন।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রান সংগ্রহ করেছিল। জবাবে ভারত ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলামের ৫০ রান এবং মুশফিকুর রহিমের ৩৭ রান ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায়। ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নেন।

এ সিরিজের প্রথম টেস্টে চেন্নাইয়ে ২৮০ রানে জিতেছিল ভারত। এভাবে দুই টেস্টেই পরাজয়ের লজ্জায় শেষ হলো বাংলাদেশের সফর।