• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Oct 1, 2024
07:51:55

পদত্যাগ করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। তিনি গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে তার পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকতা আবু সালেহ মোহাম্মদ মুসা এই তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে যে, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি তারিখে তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পান। দায়িত্ব পালনকালে তিনি সর্বদা চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার।

তবে অসুস্থতাজনিত কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, “২৪ সেপ্টেম্বর তারিখে পূর্বাহ্ণে ব্যক্তিগত ও অসুস্থতাজনিত কারণে আমি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদ হতে পদত্যাগ করলাম। বর্ণিত অবস্থায়, আমার প্রার্থিত পদত্যাগপত্র গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এই পদত্যাগের খবরে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই প্রফেসর আবুল কালামের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভাইস চ্যান্সেলরের নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।