• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


May 19, 2023
21:02:47

৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম আরিফ লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম আরিফ লিটনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সন্ধ্যায় শহরের চৌধুরী পাড়ার উদয়ন স্কুল মিলনায়নে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় কাউন্সিলর প্রার্থী গোলাম আরিফ লিটন চৌধুরীপাড়ার জনসাধারণের কাছে ভোট চেয়েছেন।


এসময় তিনি বলেন,“তিনি জিতলে জিতবে চৌধুরীপাড়া,তিনি জিতলে জিতবে গোটা ৫নং ওয়ার্ডবাসী।"



তিনি আরো বলেন, “আমরা স্বতঃস্ফুর্তভাবে সকল সভা সমাবেশ করবো। আমরা কারো চোখ রাঙ্গানীকে ভয় পাই না।


এসময় চৌধুরী পাড়ার সমাজ কমিটির সর্দার মোজাপ্পর আলী,মো: মমতাজ, শামসুল আলম, মসজিদের ইমাম মওলানা হাবিবউল্লাহ সহ সমাজের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।