• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Jun 29, 2021
22:48:00

সিনোফার্মের ভ্যাকসিন বৃহস্পতিবার থেকে দেওয়া হবে

সিনোফার্মের ভ্যাকসিন বৃহস্পতিবার থেকে সারা দেশের টিকা কেন্দ্রে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে রাজধানীর ৪০টি কেন্দ্র।

তবে শুধু ঢাকায় সাতটি কেন্দ্রে দেওয়া হবে ফাইজারের টিকা। এ মুহূর্তে শুধু ফাইজারের টিকাদানে বাধ্যতা আছে এমন প্রবাসীরা সুযোগ পাবেন। এর জন্য জনশক্তি উন্নয়ন ব্যুরোর তালিকায় নাম থাকতে হবে। এ টিকার জন্য আবেদন করা যাবে।

অগ্রাধিকার পাওয়া ব্যক্তিরা আপাতত সিনোফার্মের টিকা পাবেন। তবে ফাইজারের টিকা শুধু প্রবাসীরা পাচ্ছেন।

অগ্রাধিকারপ্রাপ্তদের রেজিস্ট্রেশন আবার বুধবার শুরু হয়েছে। এ তালিকায় রয়েছে মেডিকেল, নার্সিং, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশবাহিনীর সদস্যরা। এ ছাড়া আগে রেজিস্ট্রেশন করে টিকা পাননি এমন ব্যক্তিরাও সিনোফার্মের টিকা পাবেন।  এ ছাড়া জনশক্তি উন্নয়ন ব্যুরোর তালিকা সাপেক্ষে পাবেন প্রবাসীরাও।

কেন্দ্রের এসএমএস সাপেক্ষে আগের মতো নির্দিষ্ট সময়ে টিকা দেওয়া যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন প্রেস ব্রিফিংয়ে বুধবার দুপুরে এ সব তথ্য জানান অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচের লাইন ডিরেক্টর চিকিৎসক মো. শামসুল হক।

আরও বলা হয়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ‘বিধি-নিষেধ’-এর আওতামুক্ত থাকবেন টিকা গ্রহীতারা। সেই ক্ষেত্রে টিকা কার্ড প্রদর্শন করতে হবে।

এ ছাড়া বুধবার জারি হওয়া সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, টিকা কার্ড প্রদর্শন করে কেন্দ্রে যাওয়া যাবে।