• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Jul 22, 2020
00:53:16

লাখপতি ফোরামের যাত্রা শুরু

লাখপতি (A Digital Entrepreneurship Development Forum) ফোরামের যাত্রা শুরু হয়েছে। ২১শে জুলাই, ২০২০ থেকে লাখপতি ফোরামের কার্যক্রম শুরু হয়।

সারাদেশে অসংখ্য ছেলেমেয়ে নিজের উদ্যোগে হাতে নিয়েছেন বিভিন্ন কার্যক্রম। নিজের হাতের বানানো পণ্য বিক্রি করতে বা প্রয়োজনীয় সেবা দিতে প্রস্তুত লাখ লাখ ছেলে মেয়ে। চাকরি নয় চাকরি দিতে প্রস্তুত হচ্ছে দেশের ছেলেময়েরা। তাদের দরকার সঠিক নির্দেশনা। প্রয়োজন হাতে কলমে প্রশিক্ষণ। ভাল সুযোগ এবং প্রশিক্ষণ পেলে এক একজন উদ্যোক্তা হয়ে উঠবে দেশের এক একটা বড় বড় প্রতিষ্ঠান। দেশের অসংখ্য ছেলে মেয়েকে লাখপতি উদ্যোক্তা তৈরী করার স্বপ্ন দেখছেন লাখপতি ফোরামের প্রতিষ্টাতা মোঃ আব্দুল হামিদ।

আবদুল হামিদ বলেন, “প্রায় ৯০% ছেলে মেয়েরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে। কেউ সফল হয়, কেউ হয় না। কেউ কেউ আশা হারিয়ে ফেলে, কেউ আবার বিশাল কোম্পানীর মালিক হয়ে যায়। কারণ একটাই, কেউ সফল হওয়ার আশায় চেষ্টা চালিয়ে যায় কেউ আবার মাঝপথে হাপিয়ে উঠে। তাই লাখপতির উদ্দেশ্য থাকবে একটাই, সকল উদ্যোক্তাকে লাখপতি করে তাদের যাত্রা শুরু করিয়ে দেওয়া। নিয়মিত উদ্যোক্তা হয়ে গড়ে উঠার পরামর্শ দেওয়া এবং সঠিক প্রশিক্ষণের ব্যাবস্থা করে দেওয়া। আমাদের সাথে শীঘ্রই যোগ দিচ্ছেন দেশে এবং দেশের বাইরে সফল বাংলাদেশী উদ্যোক্তারা।“

সকল উদোক্তাদেরকে নিয়ে সফল এন্ট্রারপ্রেনারশীপ ফোরাম হবে লাখপতি ফোরাম। আমরা খুব তাড়াতাড়ি অফিসিয়ালি কার্যক্রম নিয়ে আসার কাজ শুরু করব বলে জানান আব্দুল হামিদ।

ফোরামের লিংকঃ https://www.facebook.com/groups/ulakhpoti/