• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


May 19, 2023
20:49:08

মহিলা কাউন্সিলর প্রার্থী শাহিনা আক্তার পাখির মনোনয়ন বৈধতা পেল

নিজস্ব প্রতিবেদক:


কক্সবাজার পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী শাহেনা আক্তার পাখির মনোনয়ন পত্রের বৈধতা পেয়েছে।


গেল ১৬মে মঙ্গলবার কক্সবাজার জেলা নির্বাচন অফিসে তার মনোনয়ন পত্র দাখিল করেন। ১৮ মে বৃহস্পতিবার তার মনোনয়ন পত্রের যাচাই বাচাইয়ের মাধ্যমে মনোনয়নের বৈধতা প্রদান করেন জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন।


মনোনয়নের বৈধতা ঘোষণার পর পরই আনন্দে উদ্বেলিত হয়ে উঠে পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও তার সমর্থকেরা।


মহিলা কাউন্সিলর প্রার্থী শাহেনা আক্তার পাখি জানান, ‘আমার নির্বাচন কররা মূল উদ্দেশ্য থাকবে গরিব দুঃখীদের পাশে থাকা, নাগরিক সমস্যার সমাধান করা এবং নারী ক্ষমতায়ন নিশ্চিত করা।"


স্থানীয়রা জানান, “পাখি আপার মতো একজন জনপ্রিয় মানবিক মানুষ আমাদের সাথে ছিলেন বলেই জনগণ বারবার তাকে চায়।"



উল্লেখ্য, তিনি অত্র সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের বর্তমান মহিলা কাউন্সিলর এবং প্যানেল মেয়র ১। আগামী ২৬মে প্রার্থীদের মার্কা নির্ধারিত করা হবে। আগামী ১২জুন অনুষ্ঠিত হবে কক্সবাজার পৌরসভা নির্বাচন।