গুরুত্বপূর্ণ সময়ে অহেতুক সুইপ শট খেলতে গিয়ে বিদায় নিলেন মুমিনুল হক। মুহুর্ত আগেই বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম। অধিনায়ক মুমিনুলের উচিৎ ছিল ধৈর্য নিয়ে খেলা। কিন্ত সেটাই করতে পারেননি তিনি। কেশব মহারাজের বলে সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল উঠে যায় উপরে। স্কয়ার লেগে ক্যাচ ধরেন রিকেলটন। ২৫ বলে ৫ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ, দ্বিতীয় ইনিংস: ৪৯/৬ ( ওভার)
দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ইনিংস: ১৭৬/৬ ডিক্লে. (৩৯.৫ ওভার)
বাংলাদেশ প্রথম, ইনিংস: ২১৭/১০ (৭৪.২ ওভার)
দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংস: ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)
শুরুতেই আউট মুশফিক
দিনের শুরুতেই সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম। প্রথম ওভারে এলবিডব্লিউ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন মুশফিক। কিন্তু এবার ক্যাচই দিলেন স্লিপে। কেশব মহারাজের আউটসাইড অফের বল ড্রাইভ করতে চেয়েছিলন মুশফিক। কিন্তু বল টার্ন করায় কানায় লেগে যায় স্লিপে। বামে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ ধরেন ডিন এলগার। ৮ বলে ১ রান করেন এই ব্যাটসম্যান।