• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Apr 14, 2022
00:41:45

বৈশাখের দিন যানযট মুক্ত রাজধানী

আজ বাংলা নতুন বছরের প্রথম দিন। সরকারি ছুটি। অফিস-আদালত বন্ধ। তাই, রাজধানীর পরিচিত যানজটের চিত্র আজ রাস্তায় দেখা যাচ্ছে না। সকাল থেকেই রাস্তা মোটামুটি যানজটমুক্ত।

সাধারণত পয়লা বৈশাখে রাজধানীজুড়ে চলে নানা আয়োজন। কিন্তু পবিত্র রমজান মাস চলায় এবার বৈশাখী আয়োজন তেমন একটা নেই। অধিকাংশ মানুষ রোজা রেখেছেন। তাই, বাইরে ঘুরতে বের হচ্ছেন না। ফলে, রাস্তায় যানবাহনের চাপ কম।

রাজধানীর মিরপুর, ধানমন্ডি, গাবতলি, শ্যামলী, ফার্মগেট এলাকা ঘুরে দেখা গেছে, ছোট-বড় বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, কাভার্ডভ্যান, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারি ও প্যাডেলচালিত রিকশাসহ বিভিন্ন পরিবহন আজ তুলনামূলক কম। তবে পরিবহন শ্রমিকদের ধারণা, দুপুরের পর অর্থাৎ বিকেলে মানুষ বের হবে। বৈশাখ উপলক্ষে অনেকেই বিনোদন স্পটে ঘুরতে যাবে। তখন কিছুটা যানজট হতে পারে।