• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Nov 9, 2022
19:50:24

পরীমনির সংসারে আগুন! এই রাজ কার?

বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমনির সংসারে জ্বলছে আগুন।


বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে পরীমনি তার ফেসবুক পেজে একটি লেখা পোস্ট করেন। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, পরিচালক রায়হান রাফি, বিদ্যা সিনহা মিম, আর নিজের স্বামী শরিফুল রাজের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পরীমনি।

ওই পোস্টে পরীমনি রায়হান রাফিকে উদ্দেশ করে লিখেছেন, ‘সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি।’

এদিকে আজ বিদ্যা সিনহা মিমের জন্মদিন। জন্মদিনে শুভেচ্ছা না জানিয়ে বিদ্যা সিনহাকে উদ্দেশ করে পরীমনি লিখেন, ‘নিজের জামাইকে নিয়া সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ আর শরীফুল রাজকে নিয়ে লিখেছেন, ‘এটা এত দূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।’


পরীমনির এই পোস্টের মাধ্যমে চিত্রনায়িকা মিমের বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন নেটিজেনরা। একই সঙ্গে পরিচালক রায়হান রাফিকেও দালাল হিসেবে অভিহিত করা হয়।