• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


May 20, 2023
17:48:43

তরূণ কাউন্সিলর প্রার্থী হিসেবে গ্রহণযোগ্যতার শীর্ষে মহিন উদ্দিন মাহিন

নিজস্ব প্রতিবেদক:

তরূন ছাত্রনেতা এবং স্বশিক্ষিত প্রতিনিধি হিসেবে কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ডে গ্রহণযোগ্যতার শীর্ষে রয়েছে কাউন্সিলর প্রার্থী মহিন উদ্দিন মাহিন।


ওয়ার্ডের তরূন যুবক ছাত্র জনতা কাউন্সিলর প্রার্থী মহিন উদ্দিন মাহিনকে সর্বোচ্চ সমর্থন দিয়ে এবারের পৌর কাউন্সিলর হিসেবে প্রত্যাশা ব্যক্ত করেছে স্থানীয়রা।


মনোয়ন বৈধ ঘোষণার পর পরই স্থানীয়দের দ্বারে দ্বারে মিশে গেছে কাউন্সিলর প্রার্থী মহিন উদ্দিন মাহিন। 


তিনি বলেন, “আমার ১১নং ওয়ার্ডে অসংখ্য অসমাপ্ত কাজ রয়ে গেছে। যেগুলো এলাকার তরূন যুবক শিক্ষিত সমাজ ও আমার মুরব্বীদের সাথে নিয়ে শেষ করতে চাই।"



তিনি আরো বলেন, ইতোপূর্বে করোনার ক্রান্তিকাল থেকে ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তরূন যুবকদের সাথে নিয়ে নেতৃত্ব দিয়েছি। সেই ধারা নিয়ে জনগণ আমাকে প্রতিনিধি হিসেবে গ্রহণ করে নিয়েছে।"



ইতোপূর্বে তিনি ওয়ার্ডের ঝাউতলা সহ একাধিক মহল্লায় ভোট চেয়েছেন। আগামী ১২জুন কক্সবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।