• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Nov 10, 2023
16:28:53

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক মারা গেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক মারা গেছেন। শনিবার (১১ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।


উপাচার্য ইমদাদুল হকের মরদেহ হাসপাতাল থেকে জানাজার উদ্দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হচ্ছে। সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়েও তার জানাজা অনুষ্ঠিত হবে।উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা শোক প্রকাশ করেছেন।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে অধ্যাপক ইমদাদুল হকের ক্যান্সার ধরা পড়ে। পরে গত ১২ সেপ্টেম্বর ক্যান্সারের উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান তিনি। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১২ অক্টোবর দেশে ফেরেন তিনি।


অধ্যাপক ইমদাদুল হকের জন্ম পাবনা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য। তিনি ২০২১ সালের ১ জুন চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ পান।