• ঢাকা

নিজস্ব প্রতিবেদক


Oct 18, 2019
14:28:58

কক্সবাজারে মৃত প্রায় লবণ শিল্প

বাংলাদেশ লবণ উৎপাদনের ক্ষেত্রে অন্যতম একটি দেশ। দেশের দক্ষিণাঞ্চলে প্রতিবছর যে পরিমানে লবন উৎপাদন হয় তা বাংলাদেশের সারা বছরের প্রয়োজন মেটাতে সক্ষম। আবার প্রতিবছর আমাদের দেশের বাইরে ও রপ্তানী করার মত মজুদ থাকে।

কিন্তু গত কয়েকবছর ধরে লবনের দাম অত্যাধিক হারে কমে যাওয়ার কারণে মরতে বসেছে লবন উৎপাদনকারী শ্রমিক ও মালিকগণ। এ নিয়ে অনেকবার বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময়ে খবর প্রচার করা হলেও ঠনক নড়েনি কারো। 

এ নিয়ে আহমেদ নামের এক শ্রমিকের সাথে কথা বললে তিনি জানান, আগামী বছর থেকে লবন চাষ করব কিনা বুঝতে পারতেছিনা। কারন কিছুতেই খরচ আসতেছেনা। লাভ তো দূ থাক। এটা শুধু তার কথা নয়।

বিডিমিরির অনেকের সাথে কথা বললে ও সবার একই মতামত। কথা বলে জানা গেছে দিন দিন এখানকার লোকজন লবন চাষের প্রতি আস্থা হারিয়ে ফেলতেছে। 

তারা সবাই বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন, যাতে খুব শীঘ্রই সাধারণ শ্রমিকদের কথা বিবেচনা করে লবন আমদানি কমিয়ে রপ্তানির মাধ্যমে নায্য লবনের দাম দাবি জানিয়েছেন সবাই।